সাংবাদিক আজমল হকের বাড়িতে হামলার ঘটনায় ডিআরইউর নিন্দা

সাংবাদিক আজমল হক হেলালের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালীতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলার নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

আজমল হক অভিযোগ করেন, গত রোববার রাত ১০টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়ার হরিপাগলার চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে তুষখালীর তাঁর গ্রামের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে না পেয়ে বাড়ির সামনের টিনের বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। এ সময় তারা হুমকি দিয়ে বলেন, ‘হেলাল কিসের সাংবাদিক? তাঁকে দেখে নেব।’

আজমল হক বলেন, সন্ত্রাসীরা তাঁর ভাই আইনুল হককেও খুঁজছে। এখন তিনি ও গ্রামে থাকা তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আজমল হকের গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ। গতকাল রোববার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সভাপতি শুকুর আলী ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।