‘উদ্দীপ্ত তারকার গল্প’ কুইজ বিজয়ীরা পুরস্কার পেলেন

প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। কারওয়ান বাজার, ঢাকা, ১২ ডিসেম্বরছবি: প্রথম আলো

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন করেছিল প্রথম আলো ডটকম। তার মধ্যে উল্লেখযোগ্য ‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস উদ্দীপ্ত তারকার গল্প’। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি দল থেকে বর্তমানের সেরা ১০ জন উদ্দীপ্ত ক্রিকেটারের জীবনের জানা-অজানা চমকপ্রদ তথ্য নিয়ে নির্মিত হয়েছিল ১০ পর্বের ভিডিও। যেগুলো প্রকাশ হয়েছিল ‘uddiptotarokargolpo.pro’ শিরোনামের মাইক্রোসাইট, প্রথম আলো ডটকম, প্রথম আলোর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং শাহ্ সিমেন্টের ফেসবুক পেজে।

প্রতিটি পর্বের ওপর ছিল একটি করে কুইজ। সংশ্লিষ্ট ভিডিও দেখে নির্ধারিত সময়ের মধ্যে কুইজের উত্তর দিয়েছিলেন অংশগ্রহণকারীরা। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতি পর্বে একজন করে মোট ১০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়। লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।

আজ মঙ্গলবার প্রথম আলোর কারওয়ান বাজারের প্রধান কার্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ী প্রত্যেকে পুরস্কার হিসেবে পান ১০ হাজার টাকা এবং উপহার।

অনুষ্ঠানে অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক রুহুল আমিন রনি, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ এবং শাহ্ সিমেন্টের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার তাসনুভা হায়দার রাইসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর ডিজিটাল কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে আনিসুল হক বলেন, ‘আমরা সব সময় বলি, যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো। শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান শাহ্ সিমেন্টের সঙ্গে এমন একটি চমৎকার আয়োজনে থাকতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এমন আয়োজনে পাঠক এবং শাহ্ সিমেন্টকে সঙ্গে পাব বলে আমাদের প্রত্যাশা।’

শাহ্ সিমেন্টের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার তাসনুভা হায়দার রাইসা বলেন, ‘শাহ্ সিমেন্ট মূলত বাড়ি নির্মাণের জন্য কাজ করে। উদ্দীপ্ত তারকার গল্প আয়োজনটি শুরু হয়েছে বিশ্বকাপ চলাকালে। গতানুগতিক কুইজের বাইরে আমরা ভিন্নধর্মী কুইজের মাধ্যমে ক্রিকেট-ভক্তদের সম্পৃক্ত করার চেষ্টা করেছি। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমেই মূলত আয়োজনটি সুন্দরভাবে শেষ হয়েছে। আশা করছি ভবিষ্যতে এমন আয়োজনে প্রথম আলো আমাদের সঙ্গে থাকবে। বিজয়ীদের শাহ্ সিমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।’

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র বলেন, ‘প্রথম আলোর মূল শক্তি হচ্ছে পাঠক। তাই আমরা চেষ্টা করি নানা আয়োজনের মাধ্যমে পাঠকদের আমাদের সঙ্গে যুক্ত রাখতে। এ আয়োজন-প্রক্রিয়ার একজন হতে পেরে বিজয়ীদের মতো আমি নিজেকেও সৌভাগ্যবান মনে করছি।’

১০ পর্বের বিজয়ীরা হলেন রংপুরের মো. মিজানুর রহমান, চট্টগ্রামের নুর আকতার, কুমিল্লার কার্তিক মজুমদার, কক্সবাজারের তাহমিনা সুলতানা, চাঁপাইনবাবগঞ্জের সরোয়ার জাহান, ঢাকার নার্গিস সুলতানা, মো. মারুফ ও ইথান গোমেজ, শেরপুরের মো. রবিউল ও রাঙামাটির রাশেদুল আলম।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিজয়ীরা। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাহমিনা সুলতানা বলেন, ‘এমন একটি আয়োজনে বিজয়ী হতে পেরে আমি ভীষণ খুশি। এর আগে আমি কখনো ঢাকায় আসিনি। পুরস্কার গ্রহণের জন্য এসেছি, তাই আমি খুবই আনন্দিত। প্রথম আলো এবং শাহ্ সিমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’

উল্লেখ্য, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ’-এ মাসব্যাপী অনুষ্ঠেয় শাহ্ সিমেন্ট প্রেজেন্টস ‘উদ্দীপ্ত তারকার গল্প’-এর ১০টি পর্ব নির্মিত হয়েছে খ্যাতনামা ১০ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, শাহিন আফ্রিদি, তাসকিন আহমেদ, এইডেন মার্করাম, শুবমান গিল, রাচিন রবীন্দ্র, তাওহিদ হৃদয়, দুনিত ভেল্লালাগে, ইয়ানেমান ম্যালান ও মারনাস লাবুশেনকে নিয়ে।

১০ পর্ব মিলিয়ে সারা দেশের প্রায় ২১ হাজার প্রতিযোগী কুইজে অংশ নেন। পর্বগুলোর উপস্থাপনা করেন কাজী সাবির।