মানুষ যেন দ্রুত ন্যায়বিচার পান: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক
ফাইল ছবি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগকে সব ধরনের সহযোগিতা দিতে সরকারের কোনো কার্পণ্য থাকবে না। কিন্তু বিচার বিভাগের কাছে একটি চাওয়া থাকবে, সেটি হচ্ছে, বিচারপ্রার্থী সাধারণ মানুষ যেন দ্রুত ন্যায়বিচার পান এবং তাঁরা যেন মামলার দীর্ঘসূত্রতার অবস্থা থেকে পরিত্রাণ পান।

আজ শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জ্যেষ্ঠ সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৪৮তম রিফ্রেসার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

প্রশিক্ষণার্থী বিচারকদের জুডিশিয়াল ডিসিপ্লিন মেনে চলার পরামর্শ দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রতিষ্ঠিত জুডিশিয়াল ডিসিশনগুলো মেনে না চললে জুডিশিয়াল অ্যানার্কি (নৈরাজ্য) তৈরি হতে পারে। নিশ্চয়ই আমরা কেউই এই অ্যানার্কি চাই না। কারণ, সমাজ ও দেশের ওপর এর ইমপ্যাক্ট হবে ভয়াবহ।’

আইনমন্ত্রী বলেন, ‘দেশে দীর্ঘদিনের পুঞ্জীভূত মামলাজট কমানোর দায়িত্ব আমাদের কাঁধে নিতে হবে এবং জনগণ যাতে দ্রুত সুষ্ঠু বিচার পায়, সেদিকে লক্ষ রাখতে হবে।’

আনিসুল হক বলেন, বর্তমান সরকারের সময়ে বিচারকদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অবকাঠামোগত সুযোগ-সুবিধা বেড়েছে। এখন বিচারকদের দায়িত্ব মানুষ যেন দ্রুত বিচার পান, তা নিশ্চিত করা।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমানও বক্তব্য দেন।