বুধবার থেকে ব্যাংকের সময় ৯টা থেকে ৪টা
আগামী বুধবার থেকে ব্যাংকের সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার এ বৈঠক। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। তিনি জানিয়েছেন ব্যাংকের সময় সকাল ৯টা থেকে ৪টা করা হবে।