চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, কিশোর নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দ্রুতগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কিশোরের প্রাণ গেছে। ওই কিশোরের নাম রিয়াদ হোসেন (১৪)। সে মাইক্রোবাসের চালকের আসনে ছিল। এ দুর্ঘটনায় শামীম হোসেন (১৭) নামের আরেক কিশোর আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ হোসেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের ইউনুছ আলীর ছেলে। আহত শামীম হোসেন পার্শ্ববর্তী কোমরপুর গ্রামের মিঠুন আলীর ছেলে। বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত রিয়াদ হোসেনের মরদেহ দাফন হয়নি। আহত শামীম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো গ–১১-৪৭৭১) উদ্ধার করে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাতে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, কিশোর রিয়াদ ও শামীম স্থানীয়ভাবে মাইক্রোবাস চালানো শিখছিল। এর অংশ হিসেবে আজ সকালে কার্পাসডাঙ্গা বাজার থেকে দর্শনা বাজারের দিকে মাইক্রোবাস চালিয়ে যাওয়ার সময় বাঘাডাঙ্গা গ্রামের জামে মসজিদের সামনে মাইক্রোবাসটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যায় রিয়াদ। আহত শামীমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।