ভালো স্কুলে ভর্তির জন্য মায়ের সঙ্গে কথা-কাটাকাটি, অভিমানে কিশোরের আত্মহত্যা
রাজধানীর বাড্ডা এলাকায় আবু বক্কর নামের নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন।
পুলিশ কর্মকর্তা মোশাররফ বলেন, আবু বক্করের বাবা, মা ও তার স্কুলশিক্ষকের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, ছেলেটি বাড্ডার একটি বেসরকারি স্কুলে নবম শ্রেণিতে পড়ত। ওই স্কুলে তার মা শিক্ষকতা করেন। তবে ছেলেটি আরও ভালো স্কুলে ভর্তি হতে চেয়েছিল। এ নিয়ে মা–বাবার সঙ্গে দুই দিন ধরে ছেলেটির কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ছেলে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানান এসআই মোশাররফ।
মারা যাওয়া কিশোর আবু বক্করের বাবা সোহেল রানা প্রথম আলোকে বলেন, পেশায় তিনি একজন গাড়িচালক। তাঁর স্ত্রী বাড্ডার একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। দুজনের আয়ে কোনোমতে সংসার চালিয়ে আসছেন। আবু বক্কর তার মায়ের স্কুলে পড়ত। তবে সে এবার আরও ভালো স্কুলে পড়তে চেয়েছিল। এ বিষয়ে তাঁর স্ত্রীর সঙ্গে ছেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে আত্মহত্যা করেছে।