অনিয়মের প্রতিবাদকারীকে মারধর করায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য বরখাস্ত

বিনা টিকিটে যাত্রী ওঠানোর প্রতিবাদকারী এক ব্যক্তিকে মারধর করায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি চট্টগ্রাম রেলস্টেশনে মারধরের ওই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর গত বুধবার ওই চার সদস্যকে বরখাস্ত করে রেলওয়ে। আজ বৃহস্পতিবার রেলওয়ের পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

বরখাস্ত হওয়া সদস্যরা হলেন সিপাহি মাইন হাসান রাকিব, লিটন চাকমা, ইয়াসির আরাফাত ও হাবিলদার মো. রবিউল ইসলাম।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনের লাগেজ ভ্যানে (পণ্য রাখার বগি) উঠতে চেয়েছিলেন ওই ব্যক্তি। তাতে আপত্তি জানান আরএনবির সদস্যরা। এ নিয়ে ঝামেলা হলেও পরে তা মিটমাট হয়ে যায়।

তবে ওই ব্যক্তিকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, আরএনবি সদস্যরা একটি বগিতে বিনা টিকিটের যাত্রীদের তুলছিলেন। এ জন্য যাত্রীদের কাছ থেকে ৩০০ টাকা করে নিচ্ছিলেন ওই সদস্যরা। তিনি এর প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়। ভিডিওতে ওই ব্যক্তি নিজের পরিচয় দেন। এরপরও তাঁকে হেনস্তা ও মারধর করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।