আরও এক মামলায় ইভ্যালির রাসেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
গ্রাহকের সঙ্গে প্রতারণার আরও একটি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল, তাঁর স্ত্রী শামীমা নাসরিনসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম।
অভিযোগপত্রভুক্ত অন্য ছয় আসামি হচ্ছেন, ইভ্যালির ব্যবস্থাপক জাহেদুল ইসলাম, হিসাব বিভাগের প্রধান সেলিম রেজা, হিসাব বিভাগের ব্যবস্থাপক জুবায়ের আল মাহমুদ, আকিবুর রহমান, ইভ্যালির কর্মচারী রেজওয়ান ও সাকিব রহমান।
প্রায় এক বছর আগে ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর কামরুল ইসলাম নামের একজন ব্যবসায়ী ইভ্যালির রাসেলসহ অন্যদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন। ওই মামলায় রোববার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে সিআইডি। কামরুল ইসলামের অভিযোগ ছিল, তাঁর প্রতিষ্ঠান ইভ্যালিকে ৩৫ লাখ টাকার পণ্য সরবরাহ করেছিল। কিন্তু সেসব পণ্যের কোনো মূল্য পরিশোধ করা হয়নি। পরে ইভ্যালির পক্ষ থেকে একটি চেক দিলেও ইভ্যালির সেই ব্যাংক হিসাবে কোনো টাকা ছিল না।
এর আগে গত ২ মার্চ ধানমন্ডি থানার আরেকটি প্রতারণার মামলায় রাসেল, তাঁর স্ত্রী নাসরিনসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।