দেশে ভারতীয় ‘রিপাবলিক বাংলা’ টিভির সম্প্রচার বন্ধে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়: হাইকোর্ট

হাইকোর্ট ভবনফাইল ছবি

ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে এবং দেশের ভেতরে চ্যানেলটির সম্প্রচার বন্ধে নিষ্ক্রিয়তা প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রুল দেন।

বাংলাদেশের বিষয়ে মিথ্যা তথ্য প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে ভারতীয় চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ও দেশের ভেতরে চ্যানেলটির নিউজ ও কনটেন্ট নিষিদ্ধ ও ব্লক করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির প্রথম আলোকে বলেন, ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে এবং দেশের ভেতরে চ্যানেলটির সম্প্রচার বন্ধে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুলে জানতে চাওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারীর ভাষ্য, স্যাটেলাইট সম্প্রচারের পাশাপাশি ‘রিপাবলিক বাংলা’ চ্যানেল নিউজ, কনটেন্টগুলো ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে থাকে। এই টেলিভিশন চ্যানেল নিয়মিত বাংলাদেশের বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ প্রচার করে যাচ্ছে। চ্যানেলটি ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করছে এবং দেশের আইনশৃঙ্খলাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এই ভারতীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশের ভূখণ্ড থেকে চট্টগ্রাম বিভাগকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করার অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত। গুজব ছড়িয়ে চ্যানেলটি দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টি করারও চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রিট আবেদনকারীর।