‘কফি হাউজে আড্ডা’র কুইজ বিজয়ীরা পেলেন পুরস্কার

ছবি: প্রথম আলো

এক কাপ কফি মানে চুমুকে চুমুকে দিনের শুরু। মেতে ওঠা অন্য রকম প্রাণশক্তিতে। অলস মুহূর্ত কিংবা কর্মব্যস্ত দিন কফির বিকল্প আর কিছু কি হতে পারে! কিংবদন্তি গায়ক মান্না দে কালজয়ী গানের মাধ্যমে প্রকাশ করেছিলেন কফি নিয়ে তাঁর জীবনের গল্পকথা।

গত ১ অক্টোবর ছিল আন্তর্জাতিক কফি দিবস। সে উপলক্ষে প্রথম আলো ডটকম ও কফি ব্র্যান্ড ‘কফি হাউজ’–এর যৌথ উদ্যোগে হয়েছিল ‘KOFI HOUSE-এ আড্ডা’ শিরোনামে চারটি ভিডিও-পডকাস্ট।

নীল হুরের জাহানের উপস্থাপনায় পডকাস্টগুলোতে অংশ নিয়েছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেত্রী তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দীঘি ও নির্মাতা রেদওয়ান রনি। আড্ডায় উঠে এসেছিল তাঁদের প্রাত্যহিক জীবনে পানীয় হিসেবে কফির ভূমিকা, কফি খাওয়া বা বানানো নিয়ে নিজের স্মৃতি-অভিজ্ঞতা এবং কর্মস্পৃহা বা কর্মোদ্যম বাড়াতে কফি কীভাবে প্রভাব ফেলে ইত্যাদি বিষয়।

মাইক্রোসাইটে প্রকাশিত প্রতিটি ভিডিও-পডকাস্টের ওপর ভিত্তি করে ছিল একটি কুইজ। চার পর্ব মিলিয়ে কুইজে অংশ নেন প্রায় ৪০০ পাঠক-দর্শক। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী হন চারজন।

গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। চার পর্বের কুইজ বিজয়ীরা হলেন শারমিন সুলতানা, ঊর্মি রহমান, এ এম হামিদুল বারী ও রিফাত সুলতানা ডালিয়া। প্রত্যেকের জন্য ছিল ‘কফি হাউজ’-এর পক্ষ থেকে বিশেষ গিফট হ্যাম্পার।

ছবি: প্রথম আলো

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। এ সময় তিনি বলেন, ‘কুইজ বিজয়ী সবাইকে অভিনন্দন জানাই। বাসায় বা অফিসে আমি যখন লেখালেখি বা কাজের চাপে ক্লান্ত হয়ে পড়ি, তখন এক কাপ কফি আমাকে সতেজ ও চাঙা করে তোলে। কফি হাউজকে ধন্যবাদ এ রকম একটি আয়োজনে প্রথম আলোর সঙ্গে থাকার জন্য।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘কফি হাউজ’ ব্র্যান্ডের পক্ষে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের ডিজিটাল মিডিয়া বিভাগের ব্যবস্থাপক মো. আনিসুর রহমান, সহকারী ব্যবস্থাপক হাসান হাসিবুর রহমান রিশাত ও উপসহকারী ব্যবস্থাপক সাকীফ আমজাদ আল হক।

‘আন্তর্জাতিক কফি দিবস’ উপলক্ষে পডকাস্টগুলো ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয় প্রথম আলো ডটকম, প্রথম আলোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।