প্রধানমন্ত্রীর চীন সফরের প্রস্তুতি, জুনে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনফাইল ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে দ্বিপক্ষীয় সফরে বেইজিং যাওয়ার কথা রয়েছে। এই সফরের প্রস্তুতি হিসেবে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আগামী ২ জুন বেইজিং যাচ্ছেন। পরদিন তিনি চীনের উপপররাষ্ট্রমন্ত্রী (সচিব) সুন ওয়েডংয়ের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের ত্রয়োদশ বৈঠকে যোগ দেবেন।

দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। জানতে চাইলে পররাষ্ট্রসচিব সাংবাদিকদের বলেন, ‘দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে বেইজিং যাচ্ছি। ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে আলোচনা হবে।’

প্রধানমন্ত্রীর সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে কি না, জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, বেইজিংয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা করবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্কের সব কটি বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। তবে আগামী ৩ জুন দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠকে গুরুত্ব পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বেইজিং সফর। বিশেষ করে সফরের দিনক্ষণ, সফরে দুই দেশের অগ্রাধিকার, সইয়ের জন্য চুক্তি ও সমঝোতা স্মারক চূড়ান্ত করার মতো বিষয়গুলো আসতে পারে সেখানে।

জানা গেছে, আন্তমন্ত্রণালয় বৈঠকে প্রধানমন্ত্রীর বেইজিং সফর সামনে রেখে ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফরে ঘোষিত সহায়তা ও প্রকল্প বাস্তবায়ন পর্যালোচনা করা হয়েছে। আগামী সফরের সময় কোন কোন প্রকল্পে বাংলাদেশের অগ্রাধিকার থাকবে, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছ থেকে ধারণা নেওয়া হয়েছে। এর পাশাপাশি সম্ভাব্য কোন কোন চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত হতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

একটি দায়িত্বশীল সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বেইজিং সফরের প্রস্তুতি হিসেবে আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর জুনের মাঝামাঝিতে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক হবে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, পররাষ্ট্রসচিবের বেইজিং সফরের পর চীনে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরের অনেকগুলো বিষয় স্পষ্ট হয়ে যাবে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সংকটের প্রেক্ষাপটে চীনের কাছ থেকে ৫০০ কোটি ডলারের সমপরিমাণ চীনা মুদ্রার সহায়তা নিয়ে আলোচনা হচ্ছে। তবে গতকাল পররাষ্ট্রসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়টি আলোচনায় আসেনি। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

সরকারি একটি সূত্র জানিয়েছে, চীনের কাছ থেকে রিজার্ভে সহায়তার জন্য আর্থিক সহায়তার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় চূড়ান্ত ঘোষণা আসতে পারে।