ভোটের আগে দলগুলোর সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা ইসির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার মতবিনিময় (কর্মশালা) সভা আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের প্রত্যাশা নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে কর্মশালা করছে ইসি। এর অংশ হিসেবে দলগুলোর সঙ্গে এই আয়োজন করা হচ্ছে।
ইসি সচিবালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজ বুধবার প্রথম আলোকে বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কর্মশালার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। কর্মশালা নাম হলেও এটি হবে মূলত দুই দিনব্যাপী মতবিনিময়।
গত বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন সামনে রেখে গত বছরের মার্চ থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছিল ইসি। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকেও সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বিএনপিসহ নয়টি দল ওই সংলাপ বর্জন করে। এরপর বিএনপিসহ সংলাপ বর্জন করা দলগুলোকে মতবিনিময়ে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছিলেন সিইসি। সে আমন্ত্রণেও সাড়া দেয়নি বিএনপি।
বিএনপির প্রধান দাবি, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। বর্তমান কমিশনের ওপরও দলটির আস্থা নেই। আর ইসি বলে আসছে, রাজনৈতিক বিষয়ে তাদের করণীয় কিছু নেই। ফলে নির্বাচনের আগে আবার দলগুলোর সঙ্গে মতবিনিময় কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
এদিকে ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের নিয়ে আগামীকাল বৃহস্পতিবার কর্মশালার আয়োজন করেছে নির্বাচন কমিশন। আগামীকাল সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।