কোন এসির কেমন দাম

বাজার ও সময়ভেদে এসির দামে তারতম্য হতে পারেপ্রতীকী ছবি: সংগৃহীত
গরম থেকে বাঁচতে এসির ওপর ভরসা করছেন অনেকেই। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন নতুন এসি কেনার। এখন প্রয়োজন কোন ব্র্যান্ডের এসির বর্তমান দাম কেমন, তা জানা। থাকল তারই খোঁজখবর।

ট্রান্সকম ডিজিটাল

ট্রান্সকম ডিজিটালে রয়েছে নানা ধরনের এসি। ট্রান্সটেক ছাড়াও ওয়ার্লপুল, প্যানাসনিক, হিটাচি ব্র্যান্ডের এসি পাওয়া যায় ট্রান্সকম ডিজিটালে।

ট্রান্সটেক সুপার ইনভার্টার এসি দেড় টন এখন পাচ্ছেন ৭৮ হাজার ৭৩৫ টাকায়, ট্রান্সটেক এলিগেন্ট সিরিজ ইনভার্টার এসি ২ টনের দাম ৮৩ হাজার ৮৫ টাকা। ক্যান্ডি এয়ার কন্ডিশনার ১ টনের দাম ৪৪ হাজার ৬৩০ টাকা, ট্রান্সটেক স্মার্ট এসি দেড় টন ৬১ হাজার ৩৩৫ টাকা।

হিটাচি ইনভার্টার ১ টন এসি ৯৮ হাজার ৪৪০ টাকা, দেড় টন ১ লাখ ২০ হাজার ৫২০ টাকা এবং ২ টন ১ লাখ ৪২ হাজার ৬০০ টাকা।

সিঙ্গার

স্ট্যান্ডার্ড, ইনভার্টার ও সেমি কমার্শিয়াল সিরিজ—এই তিন ধরনের এসি পাওয়া যায় বাজারে। সিঙ্গার গ্রিন ইনভার্টার ১ টন এসির দাম ৬০ হাজার টাকা, দেড় টন ৭৭ হাজার ৯১৩ টাকা এবং ২ টন ৯৭ হাজার ৪০০ টাকা। সিঙ্গার নন–ইনভার্টার এসি পাবেন ৬২ হাজার ৯৯১ টাকায়, সিঙ্গার নন–ইনভার্টার টার্বো কুল এসি ২ টনের দাম ৭২ হাজার ১৯১ টাকা, দেড় টন ৫৮ হাজার ৮৯১ টাকা।

গ্রী

গ্রী ব্র্যান্ডের ১ টন এসির দাম ৫১ হাজার টাকা এবং দেড় টন ৬৬ হাজার ৯৯০ টাকা। ইনভার্টারসহ দেড় টন এসির দাম ৭৯ হাজার ৮৯০ টাকা, ২ টন এসির দাম ৮১ হাজার ৯৯০ টাকা।

ওয়ালটন

বাংলাদেশে ওয়ালটন এসির দাম ৩০ হাজার টাকা থেকে শুরু হয়, যা এসির টন ক্যাপাসিটি, টেকনোলজি, ইনভার্টার বা নন-ইনভার্টার ইত্যাদির ওপর নির্ভর করে। তবে ওয়ালটন ব্র্যান্ডের টার্বো কুলিং টেকনোলজি, এয়ার পিউরিফিকেশন, ডিহিউমিডিফিকেশন সিস্টেম ইত্যাদি প্রযুক্তিযুক্ত এসির দাম ৫০ হাজার টাকা থেকে শুরু।

ভিশন

ভিশন এসি নন-ইনভার্টার ১ টন আগের মূল্য ছিল ৩৮ হাজার ৯০০ টাকা, বর্তমানে অফারে তা পাওয়া যাচ্ছে ৩২ হাজার ৯৯০ টাকায়। নন-ইনভার্টার দেড় টন এসির আগের মূল্য ৫২ হাজার ৯০০ টাকা, বর্তমানে তা ৪৪ হাজার ৯৬৫ টাকায় পাবেন। ভিশন এসিতে কিস্তি, ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনার এবং ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে।

স্যামসাং

বাংলাদেশে স্যামসাং এসির দাম ৫৮ হাজার টাকা থেকে শুরু হয়, যা এসির টন ক্যাপাসিটি, টেকনোলজি, ইনভার্টার বা নন-ইনভার্টার ইত্যাদির ওপর নির্ভর করে। তবে স্যামসাং ব্র্যান্ডের ডিজিটাল ইনভার্টার টেকনোলজি, এয়ার পিউরিফিকেশন, ডিহিউমিডিফিকেশন সিস্টেম ইত্যাদি প্রযুক্তিযুক্ত এসির দাম ৭২ হাজার টাকা থেকে শুরু।

সনি-স্মার্ট

সনি-স্মার্ট ১ টন এসির দাম ৪৯ হাজার ৯৯০ টাকা। ১ টন এনার্জি সেভিং ইনভার্টার এসি পাওয়া যাচ্ছে ৬২ হাজার ৯০০ টাকায়। শার্পের ২ টনের এসি কিনতে পারবেন ৯৮ হাজার ৯০০ টাকায়, দেড় টন এসির দাম পড়বে ৭৬ হাজার ২০০ টাকা। স্মার্ট সি ২ টন ইনভার্টার এসির দাম ৬৯ হাজার ৯০০ টাকা।

বাটারফ্লাই

এলজি ডুয়েল ইনভার্টার দেড় টন এসির দাম ১ লাখ ৩৩ হাজার ৯৯০ টাকা এবং ২ টন এসির দাম ১ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা। হায়ার ১ টন টার্বো কুলিং এসি কিনতে পারবেন ৫৫ হাজার ৯৯০ টাকায়, দেড় টন টার্বো কুলিং এসি ৭৩ হাজার ৪৯০ টাকা এবং ২ টনের দাম ৭৬ হাজার ৯৯০ টাকা। হায়ার ১ টন এসি ৫৮ হাজার ৯৯০ টাকা, দেড় টন ৭৫ হাজার ৯৯০ টাকা এবং ২ টন ইনভার্টার এসির দাম ৭৫ হাজার ৯৯০ টাকা। হায়ার ১ টন টার্বো কুল এসি কিনতে পারবেন ৪৭ হাজার ৯৯০ টাকায়।

যমুনা

যমুনা ১ টন ইনভার্টার এসির দাম ৪৫ হাজার ৭২০ টাকা, দেড় টন ৬৭ হাজার ৩২০ টাকা, ২ টন ৭৮ হাজার ১২০ টাকা এবং ২ টন নন-ইনভার্টার এসির দাম ৬৮ হাজার টাকা। যমুনা ১ টন ভয়েস কন্ট্রোল এসির দাম ৪৯ হাজার ৩২০ টাকা এবং দেড় টন ভয়েস কন্ট্রোল এসি কিনতে পারবেন ৬৭ হাজার ৩২০ টাকায়।

র‌্যাংগস

র‍্যাংগসের ১ টন স্প্লিট এসির দাম ৪০ হাজার ৯০০ টাকা, দেড় টন ৫০ হাজার ৯০০ টাকা আর ২ টন এসি কিনতে পারবেন ৬০ হাজার ৯০০ টাকায়। র‍্যাংগসের প্রিমিয়ার সিরিজের ইনভার্টার এসির দাম ৭৯ হজার ৯০০ টাকা। আর ওয়াই–ফাই স্মার্ট ইনভার্টার এসি কিনতে পারবেন ৭৯ হাজার ৯০০ টাকায়।

* বাজার ও সময়ভেদে দামের তারতম্য হতে পারে।