‘বাল্যবিবাহে শিশু হয়ে আরেক শিশুকে গর্ভে ধারণ করতে হয়’

অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ
ছবি: প্রথম আলো

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, বাল্যবিবাহের মাধ্যমে কন্যাশিশুদের স্বপ্নগুলো ভেঙে দেওয়া হয়। একটি শিশু হয়েও গর্ভে ধারণ করতে হয় আরেকটি শিশুকে। শিকার হতে হয় পারিবারিক সহিংসতা ও নির্যাতনের। এটি অমানবিক এবং মানবাধিকারের লঙ্ঘন।
আজ বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন। বাংলাদেশ প্ল্যান ইন্টারন্যাশনালের ৩০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাল্যবিবাহের বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব রয়েছে উল্লেখ করে ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, এ ধরনের বিবাহের ফলে বাড়ছে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু। আবার শিশু জন্মগ্রহণ করেই পুষ্টিহীনতাসহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। দেশকে বাল্যবিবাহমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতাশা প্রকাশ করে বলেন, বাল্যবিবাহে বাংলাদেশের অবস্থান এশিয়ার শীর্ষে। এ অবস্থা নিরসনে জাতীয় মানবাধিকার কমিশন বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে বাল্যবিবাহ প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। এ সময় সমাজ পরিবর্তনে ইতিবাচক উদ্যোগ গ্রহণে সরকার, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতি আন্তরিক আহ্বান জানান তিনি।

কামাল উদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমাদের সমাজে নারী ও শিশু নির্যাতন, স্বাস্থ্য খাতে অনাচার, কিশোর অপরাধ, মাদকাসক্তিসহ অনেক সামাজিক সমস্যা রয়েছে। এগুলো অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিরোধ করতে হবে। সুন্দর ও মানবিক সমাজ নির্মাণের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার ভিত্তিতে মানবাধিকারের ধারণাটির অবাধ বিস্তার ঘটাতে হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন, সংসদ সদস্য আরমা দত্ত, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রমুখ।