প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাসাইনমেন্ট অফিসার’ হলেন সাবেক ছাত্রলীগ নেতা সনজিত

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাস
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাসাইনমেন্ট অফিসার’ হিসেবে নিয়োগ পেয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাস। তিনি চুক্তি ভিত্তিতে এই পদে নিয়োগ পেয়েছেন।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সনজিত চন্দ্র দাসকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাসাইনমেন্ট অফিসার’ হিসেবে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর বেতন হবে জাতীয় বেতন স্কেল-২০১৫–এর নবম গ্রেডভুক্ত বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ, অর্থাৎ ৫৩ হাজার ৬০ টাকা (নির্ধারিত)। যোগ দেওয়ার তারিখ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। এই নিয়োগের মেয়াদকাল হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে)।

নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। সনজিত চন্দ্র দাসের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়।

সনজিত চন্দ্র দাস ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। এই বিভাগ থেকে ২০১৫ সালে তিনি স্নাতকোত্তর শেষ করেন। ২০১৬ সালের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি হন সনজিত।

২০১৮ সালের ৩১ জুলাই সনজিত চন্দ্র দাসকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়। ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। গত বছরের ডিসেম্বরে সম্মেলনের মাধ্যমে সনজিত চন্দ্র দাস ছাত্রলীগ থেকে বিদায় নেন।