কমপ্রিহেনসিভ আমিনাবাদ হাউজিং: আবাসনের নতুন মাত্রা

রাজধানীর অন্যতম প্রধান এলাকা বেইলি রোডের ৫৬-৫৭ সিদ্ধেশ্বরীতে অবস্থিত কম্প্রিহেনসিভ আমিনাবাদ হাউজিং। ৮৮.২৪ কাঠা জমির ওপর নির্মিত প্রকল্পটি নিয়ে আসছে এক অনন্য বাসস্থান ব্যবস্থা, যা হতে পারে আপনার ও আপনার পরিবারের স্বপ্নের আবাসন। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে অথচ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোর সঙ্গে সংযুক্ত এই প্রকল্পটি অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিপরীতে।

১৪ তলাবিশিষ্ট ৪টি টাওয়ার নিয়ে গঠিত এই প্রকল্পে প্রতিটি টাওয়ারে রয়েছে ৪টি ইউনিট। অ্যাপার্টমেন্টের আকার প্রায় ১,৭৫০-২,৩০০ স্কয়ার ফিট। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভেতরে রয়েছে অবারিত সূর্যালোক প্রবেশ এবং ক্রস ভেন্টিলেশনের সুবিধা। প্রকল্পের প্রতিটি টাওয়ারের ছাদে রয়েছে পর্যাপ্ত সবুজায়ন, যা পরিবেশবান্ধব ও মনোরম পরিবেশ তৈরি করেছে। এ ছাড়া প্রতিটি বিল্ডিংয়ের ছাদে রয়েছে ওয়াটার বডি, বার-বি-কিউ কর্নার ও আরামদায়ক বসার স্থান, যেখানে পরিবার ও বন্ধুরা একত্রিত হয়ে নিরিবিলি সময় কাটাতে পারবেন।

৫ তলাবিশিষ্ট কমিউনিটি ভবন: এই প্রকল্পে রয়েছে একটি ৫ তলাবিশিষ্ট আধুনিক কমিউনিটি বিল্ডিং, যেখানে সকল আবাসিকের জন্য সুপরিসর ও আধুনিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আরামদায়ক ওয়েটিং লাউঞ্জ, ডিপার্টমেন্টাল স্টোর, এটিএম বুথ, ক্যাফে ও আধুনিক মিটিং রুম।

এ ছাড়া রয়েছে বিশাল একটি হলরুম, যেখানে একসঙ্গে তিন হাজার মানুষের বসার সুব্যবস্থা রয়েছে। সঙ্গে আছে ইনফিনিটি সুইমিং পুল, যা ক্লান্তি দূর করার জন্য এক দারুণ স্থান।

শিশুদের জন্য খেলার মাঠ: কম্প্রিহেনসিভ আমিনাবাদ হাউজিং প্রকল্পের মধ্যবর্তী স্থানে রয়েছে শিশুদের জন্য বিশাল খেলার মাঠ। যেখানে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে শিশুরা খেলাধুলা ও বিনোদনের সুযোগ পাবে। এ ছাড়া রয়েছে একটি ফান জোন, যা প্রাতর্ভ্রমণ বা সন্ধ্যাবেলা আরামদায়ক সময় কাটানোর জন্য আদর্শ। প্রকল্পটি ২৪ ঘণ্টার সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি ও পর্যাপ্ত অগ্নিনির্বাপণ-ব্যবস্থা দ্বারা সুরক্ষিত।