দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সাইবার ড্রিল অনুষ্ঠিত

প্রতীকী ছবি

দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত অষ্টম সাইবার ড্রিল প্রতিযোগিতায় তিনটি দল বিজয়ী হয়েছে। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্ট এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ইস্টার্ণ ব্যাংকের ইবিএল ডিফেন্স এইস প্রথম, এক্সিম ব্যাংকের এক্সিম সাইবার রেঞ্জার দ্বিতীয় এবং বিকাশের এরিয়া ৭১ তৃতীয় স্থান লাভ করে।

আজ শনিবার সার্ট প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাইবার ড্রিলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৫০টি দলে ২৩২ জন অংশ নেন। বিজয়ী তিনটি দলই ৯৭৫ করে নম্বর পেয়েছে। সমান নম্বর পেলেও সঠিক উত্তর আগে দেওয়ার ওপর ভিত্তি করে স্থান নির্ধারণ করা হয়। এবারের সাইবার ড্রিলের বিষয় ছিল সাইবার–সংক্রান্ত ঘটনায় দ্রুত সাড়া দেওয়া।

অক্টোবর সাইবার সচেনতনতার মাস হিসেবে বিবেচিত। এ উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে এবার সাইবার ড্রিলের আয়োজন করে সার্ট। প্রতিবছর বিভিন্ন খাতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে তারা।