আওয়ামী লীগকে একলা চলো নীতি পরিহারের আহ্বান ইনুর

সিলেটে জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। আজ বৃহস্পতিবার দুপুরেছবি : প্রথম আলো

বিএনপি, জামায়াত, হেফাজতকে মোকাবিলায় আওয়ামী লীগকে একলা চলো নীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। আজ বৃহস্পতিবার সকালে সিলেটে দলের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

বেলা ১১টায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামে এ সভা শুরু হয়। সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

প্রধান অতিথির বক্তৃতায় হাসানুল হক বলেন, বিএনপি, জামায়াত ক্ষমতা দখলের জন্য যে হুমকি-ধমকি দিচ্ছে, অস্বাভাবিক-অসাংবিধানিক সরকার আনার যে অপচেষ্টা চলছে, তা প্রতিহত করতে হলে আওয়ামী লীগকে একলা চলো নীতি পরিহার করতে হবে। ১৪ দলকে কেন্দ্র থেকে মাঠপর্যায়ে সক্রিয় থাকার পাশাপাশি অন্যান্য অসাম্প্রদায়িক প্রগতিশীল শক্তিকে ১৪ দলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিতে হবে।

হাসানুল হক আরও বলেন, বাংলাদেশে সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, জনজীবন বিপন্নকারী চার শত্রু মোকাবিলা করাই এখন প্রধান রাজনৈতিক কর্তব্য। এই চার শত্রু হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী; জনগণের প্রাপ্য ও হক চুরি করা দুর্নীতিবাজ লুটেরা গোষ্ঠী; ব্যবসায়ী-বাজার সিন্ডিকেট, ক্ষমতাবাজ, দলবাজ, মাস্তান ও গুন্ডা গোষ্ঠী এবং বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তি অস্বীকারকারী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী গোষ্ঠী এবং তাদের রাজনৈতিক সঙ্গী বিএনপি, জামায়াত, হেফাজত।

হাসানুল হক ইনু বলেন, অসাম্প্রদায়িক প্রগতিশীল শক্তিকে ১৪ দলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিতে হবে।

হাসানুল হক সরকারকে উদ্দেশ করে বলেন, দেশে উন্নয়ন ও শান্তির ধারা বজায় রাখতে হলে কোনো অজুহাত বা নমনীয়তা না দেখিয়ে সরকারকে এ চার শত্রু মোকাবিলা করতে হবে। এ পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, প্রগতি, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছোট-বড় সবাইকে অহমিকা ও হীনম্মন্যতা পরিহার করে রাজনৈতিক আদর্শের ওপর শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। সাম্প্রদায়িক জঙ্গিবাদী উগ্রবাদীদের মোকাবিলা করতে হলে দুর্নীতিবাজ, লুটেরা, দলবাজ, ক্ষমতাবাজ, বাজার সিন্ডিকেটের হোতাদের ওপর বুলডোজার চালাতে হবে। তাদের মাথার ওপর থেকে রাজনৈতিক, প্রশাসনিক ছাতা সরিয়ে নিতে হবে।

প্রতিনিধি সভায় জাসদের স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী, আবদুল্লাহিল কাইয়ুম ও মোহাম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক প্রমুখ বক্তব্য দেন।