হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী
ফাইল ছবি: প্রথম আলো

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নভেম্বরের ১৯ দিনে ডেঙ্গুতে মৃত্যু হলো ২০১ জনের। আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা গেলেন ১৫৪৯ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯১ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ২৪৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ৪৪ জন ভর্তি হন।

চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৩ লাখ ১ হাজার ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ১ লাখ ৯৫ হাজার ৭২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সাপ্তাহিক (১২ থেকে ১৮ নভেম্বর) ডেঙ্গু হেলথ বুলেটিন বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ৯ হাজার ৮৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ কম। তবে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে। গত সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৭ জনের মৃত্যু হয়। এর আগের সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৭৩ জনের।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বর মাসে—৩৯৬ জনের। আর গত মাসে মারা গেছেন ৩৫৯ জন। এর আগে আগস্টে ডেঙ্গুতে মৃত্যু হয় ৩৪২ জনের। চলতি বছরের মার্চ মাস ছাড়া সব মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেখেছে দেশ।

দেশে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ২০০০ সালে। ওই বছর মারা যান ৯৩ জন। করোনা মহামারির আগের বছর ২০১৯ সালে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছর ডেঙ্গুতে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন। এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।