পুলিশের খোয়া যাওয়া ১৮১৪টি অস্ত্র উদ্ধার
দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া আরও ১ হাজার ৮১৪টি অস্ত্র উদ্ধার হয়েছে। আজ রোববার পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পুলিশ সদর দপ্তর বলছে, অস্ত্র উদ্ধারের পাশাপাশি ৮৭ হাজার ৪০টি গুলি, ২ হাজার ৬৪৭ কাঁদানে গ্যাসের শেল ও ২৯২টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি ঘটে। শেষ তিন দিন (শেখ হাসিনা সরকারের ক্ষমতা ছাড়ার আগে–পরে) থানা, ফাঁড়িসহ পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়।
এসব ঘটনায় পুলিশের প্রায় সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। থানার নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, ১৫ আগস্ট থেকে সব থানায় কার্যক্রম চালু হয়। ধীরে ধীরে উদ্ধার হচ্ছে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ।