শনিবার বিকেলে সরকারের দুর্নীতির প্রতিবাদে ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব আবুল হাশেমের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আওয়ামী সিন্ডিকেটের কারণে পণ্যের দাম বাড়ছে। এ সিন্ডিকেট ছাড়া কেউ ডলার পাচ্ছে না। এমনিতে তো ডলার সব খেয়ে ফেলছে। ১০ লাখ কোটি টাকার ডলার তারা বিদেশে পাচার করেছে। এখন ডলারের রিজার্ভ শূন্যের দিকে যাচ্ছে। যা আছে, তা পাচ্ছে আওয়ামী সিন্ডিকেট। এ সিন্ডিকেট বেশি দামে পণ্য মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপি নেতা এম এ আজিজ, মোহাম্মদ মিয়া, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী, শাহ আলম প্রমুখ বক্তব্য দেন।