সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ১০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা
জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তাঁর স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়।
ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তাঁর ১১টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন আরও বলেন, ৪ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৭৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর দুই মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃষা মুনশির বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।
টিপু মুনশিকে গত বছরের ২৯ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান–১–এর একটি বাসা থেকে টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে।
তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুনশি রংপুর–৪ আসনের (পীরগাছা–কাউনিয়া) সাবেক সংসদ সদস্য। ২০১৮ সালে ওই আসন থেকে টানা তৃতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সেবার আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করলে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান টিপু মুনশি।