বাংলাদেশি ৯৬ হাজার কর্মীকে বৈধতা দেবে ওমান: প্রতিমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীফাইল ছবি

নতুন করে কর্মী নিতে ওমান শ্রমবাজার খুলে দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, ওমানে ৯৬ হাজার কর্মী অবৈধভাবে বসবাস করছেন। তাঁদের বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। এর জন্য প্রত্যেক কর্মীকে মাসে ১২ হাজার টাকা জরিমানা দেওয়ার কথা থাকলেও বাংলাদেশের অনুরোধে এটি মওকুফ করা হয়েছে।

দুবাই, কাতার ও ওমান সফর শেষে এসব তথ্য জানান প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী। গত ২৪ থেকে ৩১ মে ওমান সফর করেন তিনি। আজ মঙ্গলবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তাঁর সফরের বিষয়ে তুলে ধরে তিন দেশের শ্রমবাজার নিয়ে অগ্রগতি জানানো হয়। এতে বলা হয়, ১২টি খাতে দক্ষ কর্মী নিতে চায় ওমান। দক্ষ পাঠানো শুরুর পর অদক্ষ কর্মীরাও যেতে পারবেন।

বিজ্ঞপ্তি বলছে, কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররির সঙ্গে দেখা করে শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আরও বেশি কর্মী পাঠানো নিয়ে আলোচনা হয়েছে দুবাই সফরে।