ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

সিএনজি স্টেশন
ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঈদের আগে-পরে মোট ১২ দিন সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখতে বলেছে সরকার। আজ বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা দেয়। এতে বলা হয়, ঈদের দিনসহ আগের পাঁচ দিন ও পরের সাত দিন সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গ্যাস ও জ্বালানি সরবরাহের সুবিধার্থে এ সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২৯ জুন। এবার পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত হয়েছে। গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার। এবার ২৭ জুন থেকে ঈদের ছুটি শুরু হবে। ঈদের ছুটি শেষ হবে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হচ্ছে পাঁচ দিন।