সুরে ছন্দে আলোচনায় এক অনন্য বিকেল

প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধ নিয়ে দুটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে (বাঁ থেকে) প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক, অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহাবুবুর রহমান ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। বাংলা একাডেমি, ঢাকা, ২৩ ডিসেম্বরছবি: তানভীর আহাম্মেদ

বছরের শেষে শীতের এই মাসে দেশবাসীর জীবনে চিরকাল আনন্দ গৌরবে দীপ্তিমান হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সেই গৌরব উদ্‌যাপনের কর্মময়তায় প্রথমা-বিজয় বইমেলা, মুক্তিযুদ্ধ নিয়ে দুটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন, মুক্তিযুদ্ধের অর্জন ও চলমান সার্বিক মুক্তির সংগ্রাম নিয়ে বক্তৃতা, গানের সুর, কবিতা–ছন্দ মিলিয়ে এক অনন্য আয়োজন ছিল বাংলা একাডেমিতে।

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আজ শনিবার বিকেলে প্রথমা প্রকাশন এই আয়োজন করেছিল। ‘অব্যাহত মুক্তিযুদ্ধ’ শীর্ষক একক বক্তৃতা করেছেন দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ ও জনবুদ্ধিজীবী অধ্যাপক রেহমান সোবহান। তার আগে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর একটি প্রথম আলোর নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ শরিফ সম্পাদিত ‘একাত্তরের দিনপঞ্জি: মুক্তিযুদ্ধের দৈনিক ঘটনালিপি’। অপরটি প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক সম্পাদিত ‘মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী: স্মৃতি-জীবন-যুদ্ধ’। সিটি ব্যাংকের সহায়তায় বই দুটি প্রকাশিত হয়েছে।

এর আগে ২০ ডিসেম্বর থেকে বাংলা একাডেমির মাঠের আমতলায় শুরু হয়েছে প্রথমা বিজয় বইমেলা। মেলায় প্রথমার বইয়ের সম্ভারে যোগ হলো এই নতুন দুটি বই। মেলা চলবে আগামী সোমবার অবধি, বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

মোড়ক উন্মোচন

রাজনীতিক, শিক্ষাবিদ, গবেষক, লেখক, শিল্পী, সাংস্কৃতিসেবীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনের সমাগম ঘটেছিল মিলনায়তনে। অনুষ্ঠানের ছিল দুটি পর্ব। প্রথমে গ্রন্থের মোড়ক উন্মোচন। স্বাগত জানান প্রথমা প্রকাশনের মেরিনা ইয়াসমিন। শিল্পী ওয়ার্দা আশরাফ দুটি গান শোনালেন—‘ও আমার দেশের মাটি’ ও মুক্তিযুদ্ধ নিয়ে জোয়ান বায়েজের গান ‘বাংলাদেশ বাংলাদেশ’।

আয়োজনের প্রেক্ষাপট নিয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। বাংলা একাডেমি, ঢাকা, ২৩ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ

আয়োজনের প্রেক্ষাপট নিয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বললেন, প্রথমা প্রকাশন ২০০৯ সাল থেকে যাত্রা শুরু করে রণাঙ্গন থেকে মুক্তিযোদ্ধাদের চিঠির সংকলন ‘একাত্তরের চিঠি’ বইটি দিয়ে। এখন এর ৫৫তম সংস্করণ চলছে। ছাপা হয়েছে দেড় লাখের বেশি। নিছক বই প্রকাশ নয়, মুক্তিযুদ্ধ ও ইতিহাসের প্রতি দায়বদ্ধতা থেকেই মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপটের ওপরে প্রথমা থেকে ৭৫টি বই প্রকাশ করা হয়েছে। প্রথম আলোর নীতিমালার অন্যতম ভিত্তিই হলো মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবিচল দায়বদ্ধতা। এরই ধারাবাহিকতায় এই নতুন দুটি বই প্রকাশিত হলো। বই দুটি তথ্যের আকর হিসেবে গবেষকদের কাজে লাগবে।

মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালে প্রথম আলোয় মুক্তিযুদ্ধের প্রতিদিনের ঘটনাবলি প্রকাশিত হয়েছিল। সেই ঘটনাবলি আছে ‘একাত্তরের দিনপঞ্জি: মুক্তিযুদ্ধের দৈনিক ঘটনালিপি’ বইটিতে। বইটির সম্পাদক সাজ্জাদ শরিফ অসুস্থ থাকায় অনুষ্ঠানে থাকতে পারেননি।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাংলা একাডেমি, ঢাকা, ২৩ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ

‘মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী: স্মৃতি-জীবন-যুদ্ধ’ বইটি নিয়ে এর সম্পাদক আনিসুল হক বললেন, পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, তা কোনোভাবেই মানা যায় না। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা এখনো হয়নি। সরকারি প্রজ্ঞাপনে ৩৩৩ জনের নাম রয়েছে। তবে এই বইতে বিভিন্ন সূত্রের তথ্য ও মাঠপর্যায়ের অনুসন্ধান করে ৩৫৪ জন শহীদ বুদ্ধিজীবীর সচিত্র পরিচিতি ও তথ্য রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহাবুবুর রহমান। বাংলা একাডেমি, ঢাকা, ২৩ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহাবুবুর রহমান বলেন, সিটি ব্যাংক দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কাজ করে থাকে। এর অংশ হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক বই দুটি প্রকাশে সহায়তা দিয়েছে।

রেহমান সোবহানের বক্তৃতা

অধ্যাপক রেহমান সোবহান বক্তব্য শুরুর আগে তাঁর পরিচিতি তুলে ধরে প্রথমার পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মতিউর রহমান। ‘অব্যাহত মুক্তিযুদ্ধ’ বিষয়ে বলতে গিয়ে তিনি প্রথমেই বক্তৃতার জন্য তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। মাত্র ২৬ বছর বয়সে তরুণ অর্থনীতিবিদ রেহমান সোবহান পাকিস্তানের দুই অংশের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিষয়টি তাঁর গবেষণালব্ধ তথ্যের আলোয় তুলে ধরেছিলেন। পরে বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের একটি প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছিল এই অর্থনৈতিক বৈষম্য। এই বিষয় নিয়েই তিনি বক্তব্য শুরু করেন।

‘অব্যাহত মুক্তিযুদ্ধ’ শীর্ষক একক বক্তৃতা করেন দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ ও জনবুদ্ধিজীবী অধ্যাপক রেহমান সোবহান। বাংলা একাডেমি, ঢাকা, ২৩ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ

অধ্যাপক রেহমান সোবহান বললেন, বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে ‘মুক্তির সংগ্রাম’ ও ‘স্বাধীনতার সংগ্রাম’–এর কথা বলেছিলেন। স্বাধীনতা অর্থ আমাদের কাছে স্পষ্ট। সেটি ভৌগোলিক ও রাজনৈতিক স্বাধীনতা। ‘মুক্তি’ কথাটির তাৎপর্য ব্যাপক। ৫২ বছর ধরে মুক্তির সংগ্রাম চলছে। অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। মাথাপিছু গড় আয়ে পাকিস্তানকে আমরা ছাড়িয়ে গেছি। শিক্ষা, স্বাস্থ্য এমন বেশ কিছু মানব উন্নয়ন সূচকে অগ্রগতি হয়েছে। তবে গণতন্ত্র, সুশাসন, সম্পদের সমতা, বৈষম্য, ন্যায়বিচার—এমন বিষয়গুলোতে প্রত্যাশিত অগ্রগতি আসেনি।

অনুষ্ঠানে অতিথিদের একাংশ। বাংলা একাডেমি, ঢাকা, ২৩ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ

অধ্যাপক রেহমান সোবহানের বয়স ৯০ ছুঁই ছুঁই। তা সত্ত্বেও তিনি এমন সাবলীলভাবে, কোনো লিখিত তথ্যের সাহায্য না নিয়ে যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে সংবিধানের চার মূলনীতি, সামরিক শাসন, তত্ত্বাবধায়ক সরকার, বিচার, আইন, নির্বাচনব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, খেলাপি ঋণ, দুর্নীতি দমন কমিশন হয়ে ব্যবসা–বাণিজ্য অবধি তাবৎ বিষয়ে অনর্গল বলে গেলেন, সেটিই ছিল অনেক শ্রোতার কাছে বিস্ময়জাগানিয়া। সামনে বসে তাঁর এমন বক্তব্য শোনা এক বিরল অভিজ্ঞতা হয়েই থাকল শ্রোতাদের।

আয়োজন শেষ হয় প্রথমা প্রকাশনের জাভেদ হুসেনের পরিবেশনায় কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি আবৃত্তির মধ্য দিয়ে।