বিউবিটিতে আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার মঞ্চে অতিথি ও বিচারকেরা
ছবি: বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার এশিয়া–ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হলো বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি)। গত শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। শনিবার চূড়ান্ত অনসাইট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

গত ১৩ অক্টোবর অনলাইনে দেশের ১৩৮টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ২ হাজার ৪৬১টি দল প্রাথমিক পর্বে অংশ নেয়। এর ভিত্তিতে ১৩০টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ২২৪টি দল চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়। মোট প্রতিযোগী ছিলেন ৬৭২ জন। প্রতিটি দলে একজন প্রশিক্ষক ছিলেন।

প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বিইউবিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. শামসুল হুদা ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমার। অনুষ্ঠানে সভাপতি ছিলেন বিইউবিটির উপাচার্য মোহাম্মদ ফৈয়াজ খান।

প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। এ ছাড়া সার্বিক বিচারকাজ পরিচালনার দায়িত্বে ছিলেন বেসরকারি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার মঞ্জুর।

চূড়ান্ত প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দল প্রথম স্থান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি দল দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি দল।