এস আলম গ্রুপের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

হাতকড়া
প্রতীকী ছবি

শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নামে প্রতারণার অভিযোগে মো. রেজাউল করিম (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার ফইল্যাতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রেজাউল নিজেকে এস আলম গ্রুপের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। আদতে তিনি কিছুই করতেন না। শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, একটি ব্যাংকের পাহাড়তলী থানার ফইল্যাতলী শাখায় গিয়ে নিজের নামে হিসাব খুলতে বলেন রেজাউল। ওই হিসাবে আড়াই কোটি টাকা লেনদেন হবে বলে জানান। একপর্যায়ে ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির আশ্বাস দিয়ে টাকা দাবি করেন তিনি।

ওসি বলেন, রেজাউলের আচরণ সন্দেহজনক মনে হলে এস আলম গ্রুপের প্রধান কার্যালয়ে তাঁর সম্পর্কে খোঁজ নেন ব্যাংকটির কর্মকর্তারা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। এ ঘটনায় রেজাউলের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় পাহাড়তলী থানায় মামলা করেন এস আলম গ্রুপের প্রশাসন বিভাগের নির্বাহী মো. হোসেনুজ্জামান।