শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারভেনশনাল হৃদ্রোগ বিশেষজ্ঞদের ‘বিআইটি সামিট-২০২৪’
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ইন্টারভেনশনাল হৃদ্রোগ বিশেষজ্ঞদের নিয়ে যৌথভাবে বিআইটি এবং শ্রীলঙ্কা কলেজ অব কার্ডিওলজির আয়োজনে ‘বিআইটি সামিট-২০২৪’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ ও ১০ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণ করেছে ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইতালি, জাপান, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় তিন শতাধিক বিভিন্ন পর্যায়ের হৃদ্রোগ বিশেষজ্ঞ ও ইন্টারভেনশনাল হৃদ্রোগ চিকিৎসাবিজ্ঞানী। বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক নবীন হৃদ্রোগ বিশেষজ্ঞ, যাঁরা ইন্টারভেনশনাল হৃদ্রোগ চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত এবং গবেষণাকাজে আগ্রহী, তাঁরা এ দেশের স্বনামধন্য হৃদ্রোগ বিশেষজ্ঞদের সঙ্গে এবার এই সম্মেলনে যোগ দেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদ্রোগ গবেষক এবং প্রখ্যাত ইন্টারভেনশনাল হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. আফজালুর রহমান বিআইটির চেয়ারম্যান ও অন্যতম কোর্স ডিরেক্টর হিসেবে সম্মেলনে যোগ দেন।
বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকস, সংক্ষেপে বিআইটি দেশের ইন্টারভেনশনাল হৃদ্রোগ চিকিৎসায় দীর্ঘদিন যাবৎ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের ইন্টারভেনশনাল হৃদ্রোগ চিকিৎসার উন্নয়নে আন্তর্জাতিক পরিমণ্ডলে এ দেশের তরুণ হৃদ্রোগ বিশেষজ্ঞদেরকে সম্পৃক্ত করা, আধুনিক প্রযুক্তি, গবেষণা, নিজেদের অভিজ্ঞতা এবং হাতে–কলমের প্রশিক্ষণকে আন্তর্জাতিক ফোরামের সঙ্গে সমন্বয় করতে বিআইটি কোর্স প্রতিবছর আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। বিজ্ঞপ্তি