কিউএস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে এনএসইউ

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এশিয়াজুড়ে ৮৫৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এনএসইউ ১৯১তম স্থান অর্জন করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই অর্জনে সন্তোষ প্রকাশ করে এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, ‘এই স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। এটি আমাদের শিক্ষক, কর্মী এবং শিক্ষার্থীদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের প্রমাণ।’

বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় এশিয়া ইউনিভার্সিটি ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এনএসইউর আগে অবস্থান করছে। এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানিয়েছেন এনএসইউ উপাচার্য।