ফেসবুক পোস্টে নির্মলেন্দু গুণের স্বাধীনতা পদক ও একুশে পদক বিক্রির হুমকি

কবি নির্মলেন্দু গুণ
ছবি: সংগৃহীত

এক ফেসবুক পোস্টে স্বাধীনতা পদক ও একুশে পদক বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছেন কবি নির্মলেন্দু গুণ। মঙ্গলবার ওই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাড়িতে দ্রুত গ্যাসের সংযোগ না দিলে নিজের রাষ্ট্রীয় পদকের সোনার মেডেল বিক্রি করে দেবেন। সংযোগের জন্য সরকারকে এক মাসের সময়ও বেঁধে দিয়েছেন নির্মলেন্দু গুণ।

ফেসবুক পোস্টে নির্মলেন্দু গুণ লিখেছেন, ২০১৬ সালে রাজধানীর কামরাঙ্গীর চরে একটি তিনতলা বাড়ি বানান তিনি। বাড়িটিতে বিদ্যুৎ–সংযোগ পেলেও গ্যাসের সংযোগ না পাওয়ায় তাঁকে বাজার থেকে তরল গ্যাস কিনে ব্যবহার করতে হচ্ছে। এতে আর্থিক ক্ষতি হচ্ছে জানিয়ে তিনি ওই পোস্টে লেখেন, ‘খোলাবাজার থেকে চড়া মূল্যে আমাকে তরল গ্যাস কিনতে হয়। এই ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বেচে দেওয়ার কথা ভাবছি।’

নির্মলেন্দু গুণের দাবি, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ–সংযোগ দেওয়া হোক। এমনকি রেল ও বিমানের টিকিটও তাঁদের জন্য সংরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন তিনি। নির্মলেন্দু গুণ মনে করেন, রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার পাওয়া ব্যক্তিদের এ রকম সামান্য বাড়তি সুবিধা দেওয়া যেতেই পারে।

পরে এ বিষয়ে জানতে চাইলে নির্মলেন্দু গুণ প্রথম আলোকে বলেন, অর্থকষ্টে নয়, গ্যাস–সংযোগ না দেওয়ার ক্ষোভ থেকে তিনি ফেসবুকে ওই পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, ‘ফেসবুকে লিখেছি, মনে করিয়ে দেওয়ার জন্য যে রাষ্ট্রীয় পদকপ্রাপ্তদের অন্তত অগ্রাধিকার ভিত্তিতে কিছু নাগরিক সুবিধা দেওয়া উচিত।’

বর্তমানে দেশে আবাসিক বাড়িতে গ্যাস–সংযোগ বন্ধ। এ অবস্থায় তিনি কেন এ দাবি করেছেন, জানতে চাইলে নির্মলেন্দু গুণ বলেন, ‘তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশ পেলে বাড়িতেও গ্যাস–সংযোগ দেওয়া যাবে। আমি সে জন্যই গ্যাসের সংযোগ দাবি করেছি। শুধু গ্যাস না, রেল ও বিমানের টিকিটও রাষ্ট্রীয় পদকপ্রাপ্তরা দাবি করতে পারে। আমি তো অর্থ দাবি করিনি, কেবল অগ্রাধিকার ভিত্তিতে কিনে নিতে চেয়েছি।’

এর আগে ২০১৬ সালের ৭ মার্চ ওই বছরের স্বাধীনতা পদকের জন্য বিবেচিত ১৪ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সরকার। ওই তালিকায় তাঁর নাম না থাকায় নির্মলেন্দু গুণ ক্ষোভ প্রকাশ করে ১২ মার্চ তাঁর ফেসবুক পোস্ট দেন। এরপর পূর্বঘোষিত তালিকায় তাঁর নাম যুক্ত করে সরকার। বাংলা সাহিত্যে অবদান রাখায় ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন নির্মলেন্দু গুণ। ২০০১ সালে পান একুশে পদক।

আরও পড়ুন