সত্যের সৌরভে পতাকা

মানুষেরা পচে গলে মাটিতে মিশে

হয় ঘাস, অজানা গুল্মলতা।

লেলিহান আগুনে পুড়ে

উড়তে থাকে মানুষের ভস্মকণা।

সত্য বেঁচে থাকে সত্যের কবরে

আকাশের সত্য চন্দ্র, সূর্য, গ্রহ, তারা,

বিরহীর অশ্রুপাতে নিসর্গ কাঁদে

গোলাপ মিথ্যা হতে পারে না।

খরার ভূমিতে হঠাৎ বর্ষার ঢল

বীজ ফুঁড়ে চারা জাগছে,

ফাটা মাঠগুলো শ্যামল শস্যভূমি

ফিরে এসো হারানো ধান, মসলিন।

মর্চে পড়া বন্দুক গর্জায়

তুফান ছুটেছে, সুনামি ফুঁসছে সমুদ্রে

লাল যৌবন দিনগুলি ঢেউয়ে ঢেউয়ে,

পাখি ডাকে, ঘুম ভাঙে

সত্যের সৌরভে চলো পতাকা তুলি।