৮ লাখ মানুষকে নিরাপদে সরানো হয়েছে, বঙ্গবন্ধু টানেল বন্ধ থাকবে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানছবি: মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

ঘূর্ণিঝড় রিমালের কারণে আজ রোববার সন্ধ্যা থেকে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বন্ধ রাখা হবে।

আজ দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এ কথা জানিয়েছেন। আন্তমন্ত্রণালয় সভা শেষে এ কথা জানান তিনি।

আরও পড়ুন

উপকূলের বিভিন্ন এলাকা থেকে আট লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এসব এলাকা থেকে অন্যদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া সারা দেশে সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  দেশের ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের প্রায় প্রতিটি বিভাগে বৃষ্টিও হতে পারে। রিমালের প্রভাবে দেশের ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

আরও পড়ুন
আরও পড়ুন