বহিষ্কৃত ১১ জন উদীচীর নাম ভাঙিয়ে বিভ্রান্ত করছেন: কেন্দ্রীয় কমিটি

চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উদীচী কেন্দ্রীয় কমিটি। চট্টগ্রাম, ০১ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

উদীচী শিল্পীগোষ্ঠী থেকে বহিষ্কৃত ১১ জন চট্টগ্রামে সংগঠনটির নামে নানা কর্মসূচি পালন করে সবাইকে বিভ্রান্ত করছেন বলে মন্তব্য করেছে উদীচী কেন্দ্রীয় কমিটি। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এই মন্তব্য করেন। কেন্দ্রীয় কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জামশেদ আনোয়ার ও সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।

সংবাদ সম্মেলনে চট্টগ্রামের সব সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতিকর্মী, সংস্কৃতি-অনুরাগী সুধী সমাজ, সরকারি-বেসরকারি সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান, প্রশাসন ও প্রগতিশীল রাজনৈতিক দল, শ্রেণি-পেশার সংগঠনসহ সবাইকে উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ অনুমোদিত উদীচী চট্টগ্রাম জেলা সংসদকে সর্বতোভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

এ সময় চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জসিম চৌধুরী ও সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

লিখিত বক্তব্যে অমিত রঞ্জন দে বলেন, ক্রমাগত অসাংগঠনিক আচরণের দায়ে দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করে ২০২১ সালের ২২ জানুয়ারি অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় চট্টগ্রামের ১১ সদস্যের সাধারণ সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সবাইকে জানানো হয়েছিল। চট্টগ্রামের বহুল প্রচারিত পত্রিকাগুলোতে সংবাদটি প্রকাশিত হয়েছিল। তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্তির পর যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে উদীচীর কার্যক্রম আবার সচল করা হয়েছে। ২০২২ সালের ২০ জানুয়ারি কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত জেলা সম্মেলনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে এবং ওই কমিটি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে।

অমিত রঞ্জন দে বলেন, ‘উদীচী কেন্দ্রীয় সংসদ অনুমোদিত বৈধ কমিটি ব্যতীত অন্যদের উদীচীর নাম, লোগো ব্যবহার করে কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। আজকের পরও যদি অনুমোদিত বৈধ কমিটি ব্যতীত অন্য কেউ কোনো কার্যক্রম পরিচালনা করে, তাহলে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। সেটা আইনগত বা অন্য যেকোনো পদক্ষেপ হতে পারে।’

সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে অমিত রঞ্জন দে বলেন, অসাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় ইতিপূর্বে চট্টগ্রামের ১১ জনের সদস্য পদ বাতিল করা হয়। তাঁরা হলেন—চন্দন দাশ, প্রবাল দে, বিধান বিশ্বাস, শীলা দাশগুপ্ত, জয় সেন, ভাস্কর রায়, দীপা বিশ্বাস, অন্তরা দে, রমেন দাশগুপ্ত, সঙ্গীতা ঘোষ ও শিবু চৌধুরী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মোল্লা হাসিবুর রসুল, সহসভাপতি একরামুল কবীর, সাংগঠনিক সম্পাদক আরিফ নুর, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্যসচিব জহির উদ্দিন বাবর প্রমুখ।