ফুটবল খেলে হলে ফেরার পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তারেক সিয়ামছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে ক্যাম্পাসের পুকুরে গোসল করেন এক শিক্ষার্থী। এরপর হলে ফিরে অসুস্থ বোধ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।

নিহত এই শিক্ষার্থীর নাম তারেক সিয়াম (২২)। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আজ বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। নিহত তারেক সিয়ামের বাড়ি নড়াইল জেলায়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকদের।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, তারেক সিয়াম বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আবদুস সালাম হলে থাকতেন। আজ বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলেন তিনি। খেলা শেষে ক্যাম্পাসের পুকুরে গোসল করে হলে ফেরার পরপরই তিনি অসুস্থবোধ করেন। তাঁকে সহপাঠীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালের নিয়ে যাওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

প্রক্টর আরিফুর রহমান আরও বলেন, নিহত শিক্ষার্থীর বাড়িতে খবর পাঠানো হচ্ছে। পরিবারের সদস্যরা এলে আইনিপ্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা ধারণা করছেন মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সিয়ামের মৃত্যু হয়েছে। যতটুকু জানা গেছে মা–বাবার একমাত্র ছেলে ছিলেন সিয়াম। তাঁর পরিবারকে সরাসরি মৃত্যুর বিষয়টি জানানো হয়নি। জেলা প্রশাসনের মাধ্যমে পরিবারকে খবর দেওয়া হচ্ছে।