চট্টগ্রামে নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয় পরিদর্শনে জাপা প্রার্থী

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিনের প্রধান নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেন জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম। আজ দুপুরে নগরের লালখান বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম-১০ আসনের (পাহাড়তলী–হালিশহর–ডাবলমুরিং) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিনের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনার সমালোচনা করেছেন জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের লালখান বাজার এলাকায় ওই কার্যালয়ে গিয়ে তিনি বলেছেন, এই হামলা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে না দেওয়ার অপচেষ্টার অংশ।

এর আগে গতকাল বুধবার নৌকার ওই কার্যালয়ে ভাঙচুর করা হয়। বিএনপির পদযাত্রা কর্মসূচির মিছিল থেকে হামলাটি চালানো হয় বলে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করেন আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন। পরে সন্ধ্যায় ওই নির্বাচনী কার্যালয় থেকে এক কিলোমিটার দূরের চট্টগ্রাম বিএনপির কার্যালয়ে পাল্টা হামলা ও ভাঙচুর চালানো হয়।  

নৌকার কার্যালয় পরিদর্শনের সময় সেখানে মহিউদ্দিনসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন। গতকাল কারা নৌকার কার্যালয়ে ভাঙচুর করেছেন, সে বিষয়ে কিছু উল্লেখ না করে সামসুল আলম বলেন, ‘এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানাই। ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের জন্য এ হামলা চালানো হয়েছে।’

৩০ জুলাই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘কারা ভাঙচুর করেছে, সে সম্পর্কে আমি কিছু বলিনি। তবে যারা হামলা করুক না কেন, তা ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলবে। রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয় পরিদর্শনে গিয়েছি।’