যাত্রী তোলার সময় হানিফ পরিবহনের বাসে বিস্ফোরণ, আগুন

চট্টগ্রাম শহরে বৃহস্পতিবার হানিফ পরিবহনের একটি বাসে বিস্ফোরণ ঘটে আগুন লাগে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় হানিফ পরিবহনের একটি বাসে বিস্ফোরণ ঘটে আগুন লেগেছে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাসটিতে আগুন লাগে। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট। এ সময় আগুনের কারণে যান চলাচল বন্ধ থাকায় শাহ আমানত সেতু এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

আগুনে বাসের যাত্রীদের কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি
ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে যাত্রী তুলছিল হানিফ পরিবহনের (চট্ট মেট্রো-ব ১৯০১৬১) বাসটি। সে সময় হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। আগে থেকে গাড়িতে কয়েকজন যাত্রী বসে ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে যান। অল্পের জন্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান তাঁরা।

তাৎক্ষণিকভাবে বাসে এই বিস্ফোরণের কারণ সম্পর্কে জানা যায়নি। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম প্রথম আলোকে বলেন, বাসটিতে আগুনে হতাহতের ঘটনা নেই। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলছে।