অনলাইন জুয়া ও মানি লন্ডারিং রোধ করতে হবে: আইজিপি

সেমিনারে বক্তব্য দিচ্ছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রোববার, সিআইডি কার্যালয়, ঢাকা
ছবি: সিআইডির সৌজন্যে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অনলাইন জুয়া ও মানি লন্ডারিং অপরাধ রোধ করতে হবে।

আজ রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ‘অনলাইন গ্যাম্বলিং অ্যান্ড মানি লন্ডারি: কমব্যাটিং দ্য চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে আইজিপি একথা বলেন। সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেমিনারে বক্তব্যে অনলাইন জুয়া ও মানি লন্ডারিং-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সেমিনারে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, মানুষ এখন ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছে। সেখানে কিছু অসাধু ব্যক্তি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নানা ধরনের অপরাধ করছে। এই অপরাধগুলো কঠোরভাবে দমন করা হবে।

অনলাইন জুয়া ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থ পাচার রোধে সিআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। এ ধরনের অপরাধ প্রতিরোধ, অপরাধী শনাক্ত, ডিজিটাল সাক্ষ্য সংগ্রহ, মামলার তদন্ত পরিচালনা, পারিবারিক ও সামাজিক সচেতনতাসহ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে সেমিনারে আলোচনা হয়।