বসন্ত আর ভালোবাসার রঙে রঙিন চট্টগ্রাম
শহরের বাতাসে উৎসবের সুর। সবার রঙে রং মেলানোর বসন্ত উৎসব আজ দুয়ারে। নানা রঙে রাঙানো হয়েছে রাজপথ। শিমুল-পলাশের রঙে রঙিন প্রকৃতিও। বসন্তের সঙ্গে যোগ হয়েছে ভালোবাসা দিবস। তাতে উদ্যাপনে মেতেছেন চট্টগ্রামের মানুষ।
নাচ, গানের সুর, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনে বসন্ত বরণের অনুষ্ঠান চলছে চট্টগ্রাম নগরজুড়ে। বাসন্তী ও হলুদের ছড়াছড়ি ছিল নগরবাসীর পোশাকে। নগরজুড়ে অনুষ্ঠিত ভিন্ন আয়োজনে নারী-পুরুষ, তরুণ-তরুণী হাজির হয়েছেন বাহারি হলুদ শাড়ি-পাঞ্জাবি পরে।
চট্টগ্রাম নগরের পাহাড়তলীর শেখ রাসেল পার্কে বোধনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব। ওস্তাদ আজিজুল হকের বাঁশির সুরে সকাল সাড়ে আটটায় শুরু হয় উৎসব।
পুত্রসন্তান আর স্ত্রীকে নিয়ে উৎসবে এসেছিলেন আরিফুর রহমান। উৎসবে শামিল হয়ে তিনি বলেন, করোনা মহামারির কারণে বিগত দিনে উৎসবের রং ফিকে হয়ে গিয়েছিল। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও ভালো নয়। তারপরও মানুষ জীবনকে উদ্যাপন করতে চায়। এ ধরনের উৎসব কিছুটা হলেও নাগরিক জীবনকে স্বস্তি দেয়।
নগরের আন্দরকিল্লায় বোধনের আরেকটি অংশের উদ্যোগে চলছে বসন্ত উৎসব। সেখানেও করা হয়েছে নানা আয়োজন। নগরের সিআরবির শিরীষতলায় বসন্ত উৎসবের আয়োজন করেছে আবৃত্তি সংগঠন। বিকেলে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে উৎসবের আয়োজন করা হয়েছে।