অধ্যাপক ইউসুফ আবদুল্লাহ ‘কটলার ডিস্টিংগুইসড প্রফেসর অব মার্কেটিং’ উপাধিতে ভূষিত

দেশ–বিদেশে মার্কেটিং শিক্ষায় অবদান রাখায় অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ এ সম্মাননা দেওয়া হয়।
ছবি: সংগৃহীত

অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ ‘কটলার ডিস্টিংগুইসড প্রফেসর অব মার্কেটিং’ উপাধিতে ভূষিত হয়েছেন। দেশ–বিদেশে মার্কেটিং শিক্ষায় অবদান রাখায় কটলার ইমপ্যাক্ট ইনকরপোরেটেড কানাডার পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষক। তিনি ব্যবসায় প্রশাসন, মার্কেটিং শিক্ষা, শিল্প–বাণিজ্য ও অর্থনৈতিক জগতের অভিজ্ঞতাসম্পন্ন একজন স্বনামধন্য ব্যক্তি। তিনি আধুনিক মার্কেটিংয়ের জনক অধ্যাপক ফিলিপ কটলারের সঙ্গে চার বছর ধরে কটলার ইমপ্যাক্ট এবং ওয়ার্ল্ড মার্কেটিং সামিটের গ্লোবাল অ্যাডভাইজার হিসেবে কাজ করে যাচ্ছেন।

এই প্রথম বিশ্বের একজন বিশিষ্ট শিক্ষাবিদকে সম্মানজনক উপাধিটি দেওয়া হয়েছে। এ দুর্লভ প্রাপ্তি অধ্যাপক ইউসুফ আবদুল্লাহ এবং তাঁর অনুসারীদের আরও বেশি উদ্যোমী ও নিবেদিত করবে।

উল্লেখ্য, গত ২২ মে ঢাকার শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত মডার্ন মার্কেটিং কনক্লেভে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ও কটলার ইমপ্যাক্ট ইন করপোরেটেড কানাডার চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফাহিম কিবরিয়ার উপস্থিতিতে উপাধিটি প্রদান করা হয়।