সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২ অক্টোবর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’

খালেদা জিয়া
প্রথম আলো ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির বিষয়ে আইন মন্ত্রণালয় ‘না’ বলে দিয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক রোববার প্রথম আলোকে বলেছেন, আইনগতভাবে অনুমতি দেওয়ার কোনো সুযোগ সরকারের হাতে নেই। সেই মতামতই আইন মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...

গণমাধ্যমে মার্কিন ভিসা নীতি: ১৯০ বিশিষ্ট নাগরিকের নিন্দা

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস
ফাইল ছবি

গণমাধ্যমের ওপর ভিসা নীতি প্রয়োগ নিয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্যে হতাশা ও উদ্বেগ প্রকাশ করে গত শনিবার নিন্দা জানিয়েছেন দেশের ১৯০ জন বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে পিটার হাসের বক্তব্যে সম্পাদক পরিষদের উদ্বেগ জানিয়ে লেখা চিঠির বিষয় উল্লেখ করা হয়। গতকাল ওই চিঠি পাঠানো হয়।
বিস্তারিত পড়ুন...

প্রবাসী আয়ে বড় ধস, ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন

মার্কিন ডলার
ছবি: রয়টার্স

দেশের চলমান ডলার-সংকটের মধ্যে বড় ধরনের দুঃসংবাদ নিয়ে এল প্রবাসী আয়ের তথ্য। ডলার-সংকট কাটাতে অর্থনীতিবিদ থেকে শুরু করে আর্থিক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা যখন প্রবাসী ও রপ্তানি আয় বাড়িয়ে ডলার-সংকট মোকাবিলার কথা বলছেন, তখনই প্রবাসী আয়ে এই দুঃসংবাদ মিলল। গত ৪১ মাসে সর্বনিম্ন প্রবাসী আয় দেশে এসেছে সেপ্টেম্বর মাসে। প্রবাসী আয়সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের শেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বিস্তারিত পড়ুন...

কংগ্রেসে শেষ মুহূর্তে বিল পাস করে শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র

হাউস অফ স্পিকার কেভিন ম্যাকার্থি বিল পাসের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন
ছবি: রয়টার্স

কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও ৪৫ দিনের জন্য চালু রাখতে ও শাটডাউন এড়াতে একেবারে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে তহবিল বিল পাস হয়েছে। গত শনিবার গভীর রাতে স্টপগ্যাপ তহবিল বিলটি পাস হয়েছে। বিলটি পাসের ফলে আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সরকারি অর্থায়ন বজায় থাকবে। এতে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা রাখা হয়নি। বিস্তারিত পড়ুন...

ঢাকায় সুর কৃষ্ণময় এক পেশাদার বক্সিং-রাত

প্রথম বাংলাদেশি বক্সার হিসেবে পেশাদার বেল্ট পেয়েছেন সুর কৃষ্ণ চাকমা
ছবি: শামসুল হক

রাত তখন প্রায় ১১টা। কখন আসবে প্রতীক্ষিত সেই সময়! অবশেষ তা এল। ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলের বিশাল বলরুমের আলোঝলমলে রিংয়ে নামলেন সুর কৃষ্ণ চাকমা। তাঁকে চ্যালেঞ্জ জানাতে নামেন নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদ। রাতে শেষ হওয়া প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইটে আটটি বাউটের মধ্যে এটিই ছিল সবচেয়ে আকর্ষণীয় বাউট। যার জন্য হলভর্তি আমন্ত্রিত অতিথি আর দর্শকেরা মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতেও রাজি ছিলেন। সুর কৃষ্ণ নিরাশ করেননি। এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে ঠিকই বাজিমাত করেছেন। হারিয়ে দিয়েছেন নেপালের বক্সারকে। বিস্তারিত পড়ুন...