চট্টগ্রাম সার্কিট হাউস-সংলগ্ন মাঠ উন্মুক্ত রাখার দাবি

চট্টগ্রাম সার্কিট হাউস-সংলগ্ন মাঠ সুরক্ষার জন্য আন্দোলন করে আসছে সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনফাইল ছবি

চট্টগ্রাম নগরের সার্কিট হাউস-সংলগ্ন মাঠটি উন্মুক্ত স্থান হিসেবে সংরক্ষণ ও সবুজ উদ্যান করার দাবিতে সরকারকে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এবং তাঁর মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টাদের এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ১৯১৩ সালে ব্রিটিশ আমলে নির্মিত চট্টগ্রাম সার্কিট হাউসের সামনের উন্মুক্ত প্রাঙ্গণ দীর্ঘকাল ধরে চট্টগ্রামের সামাজিক, সাংস্কৃতিক জীবনে এক বিশেষ ভূমিকা পালন করে এসেছে। অপরিকল্পিত নগরায়ণের ফলে নগরে উন্মুক্ত জায়গার বিশেষ অভাব, অথচ নাগরিক জীবনে এটি অতি আবশ্যক।

স্মারকলিপিতে আরও বলা হয়, চট্টগ্রাম নগরের সব পরিকল্পনা, মহাপরিকল্পনায় উন্মুক্ত স্থানগুলো সংরক্ষণের কথা বলা আছে, যা টেকসই উন্নয়নের আবশ্যিক শর্ত। উন্মুক্ত স্থান যেমন খেলার মাঠ, সবুজ চত্বর, জলাশয়, পাহাড়—এগুলো তাপ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ করে সঙ্গে জলাবদ্ধতাও সামাল দেয়। তাই চট্টগ্রামের নান্দনিক সার্কিট হাউসের নকশার অংশ হিসেবে এর সংলগ্ন প্রান্তর আবারও জনসাধারণের কল্যাণে এবং নগর–পরিকল্পনার টেকসই উন্নয়নের অংশ হিসেবে সংরক্ষণ ও সবুজ প্রান্তরে পরিণত করার জন্য জেলা প্রশাসকের সহায়তা প্রয়োজন।

চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ইমরান বিন ইউনুস, সংগঠক রিতু পারভীন, লেখক রেহেনা মাহমুদ, সংগঠক মনজুরুল করীম, আবু সুফিয়ান, সোহাইল হোসেন প্রমুখ।