চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আবু নোমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪–এর নির্বাচনে শেষ হয়েছে। ১১ পদের এ পর্ষদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের অধ্যাপক এ বি এম আবু নোমান।

গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। চলে বেলা দেড়টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোট দিয়েছেন ৭৮২ জন শিক্ষক। গণনা শেষে রাত ১০টায় এ ফলাফল প্রকাশ করেন শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশন মো. এমদাদুল হক।

জানতে চাইলে মো. এমদাদুল হক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ৯৪২ জন ভোটের মধ্যে প্রায় ১৩০ জন শিক্ষা ছুটিতে দেশের বাইরে আছেন। তাই ভোট দিতে পারেননি। মোট ভোট দিয়েছেন ৭৮২ জন।

শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের এ বছর ১১ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ২২ জন। এবারের নির্বাচনেও বিএনপি ও জামায়াত–সমর্থিত শিক্ষকদের কেউ অংশ নেননি। ২২ পদেই আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের রাজনৈতিক সংগঠন হলুদ দলের শিক্ষকেরা অংশ নিয়েছেন। তবে দলটি ২০২২ সাল থেকে তিন ভাগে বিভক্ত। ‘মূল’ হলুদ দলের বিপরীতে এবারের প্রতিটি পদেই বাকি দুটি পক্ষ একজোট হয়ে প্রার্থী দিয়েছে। তবে ১১টি পদের ৮টিতেই মূল হলুদ দলের প্রার্থী জয়ী হয়েছেন।

কে কত ভোট পেলেন

সভাপতি পদে অধ্যাপক মাহবুবুর রহমান ৪৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক অধ্যাপক দানেশ মিয়া পেয়েছেন ২৮৯ ভোট। সাধারণ সম্পাদক পদে এ বি এম আবু নোমান পেয়েছেন ৩৯১ ভোট। তাঁর নিকটতম উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৩৪০ ভোট। অন্যদিকে সহসভাপতি পদে ৪৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আলা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪১৬ ভোট পেয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শাহনেওয়াজ মোহাম্মদ সোহেল ৩৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

এ ছাড়া সদস্য পদে ৪২৩ ভোটে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মঞ্জুরুল আলম, ৪০৩ ভোটে ফিশারিজ বিভাগের অধ্যাপক রাশেদ-উন নবী, ৩৬৬ ভোটে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম সাদাত আল সজীব, ৩৫৮ ভোটে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম রেজাউর রহমান, ৩৫৭ ভোটে সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম মনিরুল ইসলাম ও ৩৫৪ ভোটে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এস এম বোরহান উদ্দীন নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে এস এম মনিরুল ইসলাম, এ কে এম রেজাউর রহমান ও এস এম সাদাত আল সজীব বাদে সবাই ‘মূল’ হলুদ দলের প্রার্থী ছিলেন।