যৌন নিপীড়নের অভিযোগে ঢাবি ছাত্রকে সাময়িক বহিষ্কার

প্রতীকী ছবি

ছাত্রীকে যৌন নিপীড়ন ও কনিষ্ঠ শিক্ষার্থীদের হেনস্তা করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী হলেন অপরাধবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র সাকিন তানভীর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌন নিপীড়ন ও কনিষ্ঠ শিক্ষার্থীদের হেনস্তা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাকিন তানভীরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দিয়েছেন উপাচার্য মো. আখতারুজ্জামান। অপরাধের জন্য তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানো এবং সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

গত বছরের শেষ দিকে সাকিন তানভীরের বিরুদ্ধে প্রক্টর কার্যালয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রীসহ অপরাধবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থী। ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি করা হয়৷ তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সাকিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে৷