চট্টগ্রামে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা

মারধর
প্রতীকী ছবি

চট্টগ্রামের দুই সাংবাদিককে মারধরের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার রাত একটার দিকে নগরের কোতোয়ালি থানায় সাংবাদিক আল-আমিন সিকদার বাদী হয়ে মামলাটি করেন। তিনি যমুনা টেলিভিশনের চট্টগ্রাম অফিসের প্রতিবেদক।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, মামলায় শাহেদুল হক, ইসহাক আহমেদসহ দুই আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও তদন্ত অব্যাহত আছে।

মামলা এজাহারে বলা হয়, গতকাল বিকেলে পেশাগত দায়িত্ব পালনের জন্য যমুনা টেলিভিশনের সাংবাদিক আল–আমিন সিকদার ও আনিসুজ্জামান লিমন চট্টগ্রাম আদালতে যান। আদালত প্রাঙ্গণের সড়কে যানজট হলে হর্ন দেয় সাংবাদিকদের বহনকারী গাড়ি। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত দুই আইনজীবীসহ আরও কয়েকজন দুই সাংবাদিককে মারধর করতে থাকেন।

একপর্যায়ে তাঁদের দুজনকে আইনজীবী সমিতির কার্যালয়ের তৃতীয় তলায় নিয়ে মারধর করা হয়। আহত দুই সাংবাদিক নগরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পরপরই বিষয়টির তদন্ত শুরু করেছি। দোষী সাব্যস্ত হলে সমিতি অবশ্যই ব্যবস্থা নেবে। কিন্তু এখন যেহেতু মামলা হয়েছে, তাই তদন্ত করে পুলিশ ব্যবস্থা নেবে।’