উড়োজাহাজ পার্কিং সুবিধা পাওয়া যাবে উদ্বোধনের পরই

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বাইরের অংশ। সম্প্রতি তোলা ছবি
সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অবকাঠামো প্রস্তুত। আংশিক চালুর পর যাত্রীদের ব্যবহার উপযোগী করে গড়ে তোলার কাজ শুরু হবে, যা করতে বছরখানেক লাগবে। তবে এর মধ্যে উড়োজাহাজ পার্কিং–সুবিধা পাওয়া যাবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলছে, নতুন টার্মিনালের পুরো কার্যক্রম আগামী বছরের শেষ দিকে গিয়ে চালানো সম্ভব হবে।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান প্রথম আলোকে বলেন, এখানে সমন্বয়, ট্রায়ালসহ কিছু বিষয় আছে। যাঁরা কাজ করবেন, তাঁদের প্রশিক্ষণের বিষয় রয়েছে।

দৃষ্টিনন্দন এই টার্মিনাল উদ্বোধন করা হবে শনিবার। ২১ হাজার ৩৯৯ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছিল ২০১৯ সালের ৩০ ডিসেম্বর। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টার্মিনালটি চালু হলে বছরে অতিরিক্ত ১ কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে
ছবি: সংগৃহীত

এসব শেষ করে যখন সন্তুষ্ট হওয়া যাবে, তখন কার্যক্রম চালানো হবে। তিনি আরও বলেন, ‘চুক্তিমতো আমাদের অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। এখন কাজ হচ্ছে এই টার্মিনালকে পরিচালনা ও ব্যবহার উপযোগী করা। কিছু কিছু সুবিধা এখন থেকে ব্যবহৃত হবে। যেমন অ্যাপ্রনে ৩৭টি এয়ারক্রাফট পার্ক করা যাবে। আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনালের কাজ শেষ পর্যায়ে। আগামী মার্চ এপ্রিলে তা চালু হতে পারে।’