‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ উদ্বোধন, প্রথম দিন জমা পড়ল কোটি টাকার বেশি

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নিজস্ব একটি তহবিল গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার তহবিলটি চালু হয়েছে। প্রথম দিনেই তহবিলে জমা পড়েছে ১ কোটি ১১ লাখ টাকা।

‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ নামে এই তহবিল চালু করতে উপাচার্যের কার্যালয়সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য মো. আখতারুজ্জামান তহবিলের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্যের হাতে ১ কোটি ১১ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলি, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিনিধিরা।

দাতাদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, প্রতিবছর অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিষ্ঠিত ব্যক্তি, স্বনামধন্য প্রতিষ্ঠান, ধনাঢ্য, দানবীর, শিক্ষা–গবেষণায় অনুরাগী ব্যক্তিদের কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করতে তহবিলটি বড় করার জন্য দেশে-বিদেশে প্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীসহ দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান উপাচার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ–উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ ও কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।