এবারের ক্যাম্পেইনে রাঁধুনী বারবিকিউ মসলার স্বাদে জমজমাট বারবিকিউ পার্টির ছবি বা ভিডিও পাঠাতে বলা হয়। জমা পরা ছবি ও ভিডিও থেকে পাঁচজন বিজয়ী নির্বাচন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের জন্য ছিল পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আড্ডায় মেতেছিলেন রাফসান দ্য ছোটভাই, টি সুনেহরা, ডানা ভাই জোস, মাহিম মেকস, ইফি বিফির মতো জনপ্রিয় ফুড ভ্লগার ও সামাজিক যোগাযোগমাধ্যম তারকারা।