স্বাচিপের নতুন সভাপতি জামাল উদ্দীন, মহাসচিব কামরুল হাসান

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ)

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন সভাপতি ও মহাসচিবের নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছে জামাল উদ্দীন চৌধুরী। মহাসচিবের দায়িত্ব পেয়েছেন কামরুল হাসান।

জামাল উদ্দীন চৌধুরী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনারস অ্যাসোসিয়েশনের মহাসচিব। আর কামরুল হাসান হচ্ছেন জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের অধ্যাপক।

আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সংগঠনের পঞ্চম জাতীয় সম্মেলনে এ দুজনের নাম ঘোষণা করা হয়। সভাপতি ও মহাসচিবের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর শাহবাগসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন কমিটি ঘোষণার আগে স্বাচিপের আগের কমিটির সভাপতি এম ইকবাল আর্সলান এবং মহাসচিব এম এ আজিজের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে প্রধানমন্ত্রী ও সাবেক নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন সভাপতি হিসাবে জামাল উদ্দীন ও মহাসচিব হিসেবে কামরুল হাসানের নাম ঘোষণা করা হয়।

সভাপতি ও মহাসচিবের নাম ঘোষণা করার আগে ওবায়দুল কাদের বলেন, স্বাচিপের নতুন কমিটি হবে সম্পূর্ণ নতুন। স্বাচিপের নতুন কমিটিতে যাঁরাই দায়িত্বে আসছেন, তাঁদের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। তিনি আরও বলেন, আজকে সভাপতি ও মহাসচিব হিসেবে দুজনের নাম ঘোষণা করা হবে। পরে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।

ওবায়দুল কাদের এ সময় সম্মেলনে উপস্থিত মানুষের কাছে জানতে চান, প্রধানমন্ত্রীর যে দুজনকে নির্বাচন করেছেন, ওই নেতাদের তাঁরা সমর্থন দেবেন কি না? এতে উপস্থিত জনতা সমর্থন দেবেন বলে উচ্চস্বরে জানান।