চট্টগ্রামে ৫ কোটি টাকার জাল ব্যান্ডরোলসহ গ্রেপ্তার ৫
চট্টগ্রাম নগরে পাঁচ কোটি টাকা মূল্যের জাল ব্যান্ডরোল বা সিগারেটের প্যাকেটে লাগানো ট্যাক্স স্ট্যাম্পসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. ইয়াসিন, মো. রিফাত উদ্দিন, মো.নাসির, মো.হাসান তারেক ও মো.আরিফ হোসেন। গতকাল বুধবার রাতে নগরের চান্দগাঁও থানার পাক্কার দোকানের উত্তর পাশে আবদুল সবুরের টিনশেড বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
নগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আরিফের ভাড়া বাসা থেকে আট লাখ পিস সিগারেটের গায়ে লাগানোর জাল ট্যাক্স স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে, এগুলোর মূল্য পাঁচ কোটি টাকা। জাল ট্যাক্স স্ট্যাম্প তৈরির চারটি মেশিন জব্দ করা হয়েছে। এ ছাড়া জাল ট্যাক্স স্ট্যাম্প তৈরি চক্রের মূল হোতা আরিফসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা হয়েছে।
বাংলাদেশে বিড়ি-সিগারেটের প্যাকেটে কাগজের যে ছোট পাতলা আবরণ ফিতার মতো জড়ানো থাকে, সেটি হলো ব্যান্ডরোল। ব্যান্ডরোল ছাপে সরকারি প্রতিষ্ঠান দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন অব বাংলাদেশ। সেখান থেকে তা সংগ্রহ করে সিগারেটের কোম্পানিগুলো। আর বাজারজাতের সময় ব্যান্ডরোলের ব্যবহার অনুযায়ী ভ্যাট বিভাগে শুল্ক-কর পরিশোধ করতে হয়। অর্থাৎ সিগারেটের কর আদায় হয় এই ব্যান্ডরোলের মাধ্যমে।