গরু চুরি রোধে পদক্ষেপ নেওয়ার সুপারিশ

জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাছবি: সংসদ সচিবালয়

ঈদুল আজহাকে সামনে রেখে গরু চুরি রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর উদ্যোগ নিতেও সুপারিশ করা হয়েছে।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজকের বৈঠকের আলোচ্যসূচি ছিল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা। কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজীম খুন হওয়া বা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলমান থাকলেও বৈঠকের আলোচ্যসূচিতে এসব ছিল না। বৈঠকে এসব বিষয়ে আলোচনাও হয়নি।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি জনগণের সুবিধার্থে ঢাকায় পাসপোর্ট অফিসের সংখ্যা বাড়ানো এবং কোনো রোহিঙ্গা যেন পাসপোর্ট না পান, সে বিষয়ে সতর্ক থাকার সুপারিশ করে।

কমিটির সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সামছুল হক, ময়েজ উদ্দিন, চয়ন ইসলাম, মো. সাদ্দাম হোসেন ও হাছিনা বারী চৌধুরী বৈঠকে অংশ নেন।